বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় অবৈধ ভাবে গড়ে তোলা বহুতল ভবনের দেয়াল ধসে অল্পের জন্য রক্ষা পেলেন অন্তত ৬/৭ জন ব্যক্তি। ঘটনাটি বন্দর বাজারের থানা রোড সংলগ্ন সাকুরা ভবনের ৪র্থ তলার যার পৌরসভার হোল্ডিং নং-১৩৭। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান ২৯ আগষ্ট বিকল বিকট শব্দ এক শতাংশ কম জায়গায় পৌরসভার অনুমতি বিহীন নির্মানাধীন চারতলা ভবনের একটি অংশের দেয়াল পার্শ্ববর্তী দোকানর টিনের চালার ওপর পরে। এতে টিনের চালা দুমরে মুচড়ে যায়। শব্দ শুনে আশেপাশের লোকজন আতংকিত হয়ে পরে। জানা গেছে ২০১৯ সাল পৌরসভার কোন ধরনের অনুমতি না নিয়েই ওই বহুতল ভবনের কাজ শুরু করেন উপজলার বাইশারী ইউনিয়নের দিদিহারের উত্তরকুল গ্রামের সিদ্দিকুর রহমান। এ বিষয়ে সিদ্দিকুর রহমানের ছেলে শাহাদাত ওরফে নিরব জানান, নির্মান শ্রমিকদের অসাবধানতার কারনে দেয়াল ধসে পরেছে। বিষয়টি নিয়ে পৌরসভার মেয়র ও প্যানেল মেয়রের সাথে তার কথা হয়ছে। তারা ক্ষতি গ্রস্থদের সাথে মিমাংশার পরামর্শ দিয়েছেন বলে জানায় শাহাদাত। এদিকে পৌরসভার মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল বলেন ভবন কর্তপক্ষের সাথে তার কোন কথা হয়নি। প্যানেল মেয়র ১ এমাম হোসেন ও ২ মনির হোসেন জানান তাদের সাথেও কোন ধরনের কথা হয়নি। তবে কিভাব? পৌরসভার অনুমতি ছাড়া বহুতল ভবন নির্মান করলেন সে বিষয় শাহাদাত কোন স্বদোত্তর দিতে পারেননি। শাহাদাতের সাথে কথার এক ফাঁক তিনি নিজেকে ডিফেন্সে আছেন এমন পরিচয় দেয়। প্রশ্ন ছিল কোন ডিপার্টমেন্টে, তিনি বলেন তিন বাহিনীর একটি সংস্থায় তবে সেই বাহিনীর নাম প্রকাশ না করে বিষয়টি এড়িয়ে যান। এসময় তিনি এক প্রতিবেদককে এক প্রকার হুমকি স্বরুপ বলন সংবাদ যদি তার নাম জড়ানা হয় তবে তিনি লিগ্যাল নোটিশ করবেন। এ বিষয় পৌর কর্তপক্ষ জানায় অবৈধ ভবনটি অপসারনর জন্য নোটিশ প্রদান করা হয়ছে।