সিলেট বিভাগের জনপ্রিয় সামাজিক সংগঠন স্বপ্নের ঢেউ সমাজ কল্যান সংস্থার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমদ সাব্বিরের বিদেশ গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্টিত।
২৯আগষ্ট (রবিবার) সন্ধ্যা ৭টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় ছয় ভাই ভবনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম এর সঞ্চালনায় ও সভাপতি আব্দুস সামাদ আজাদ এর সভাপতিত্বে সংস্থার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ সাব্বির এর কাতার গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ১২নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামছুল ইসলাম, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ শাহেদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং গিয়াস নগর ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইসরাইল আলী, গিয়াসনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য শেখ কাশেম আলী,সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আহমেদ রনি,সিনিয়র সহ সভাপতি,বুরহান উদ্দিন রুপক,সহ-সভাপতি মো: রুকন মিয়া,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি তাওন আহমদ,সহ-সভাপতি শিপন আহমদ,সহ সভাপতি শিবলু আহমদ,জেলা শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসেন সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমদ,যুগ্ন সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমদ সামছু প্রমুখ।
কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক হাফেজ মিনহাজ আহমদ এর পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, একজন নিবেদিত স্বেচ্ছাসেবীর প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে অনেকে কান্নাজড়িত কন্ঠে সাব্বির এর বিভিন্ন সফলতা ও ভালবাসার দিক তুলে ধরেন,সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ শাহেদ আলী সাব্বির এর দীর্ঘ দিনের সফলতা ও সংগঠন কে এগিয়ে নিতে একজন নিবেদিত স্বেচ্ছাসেবী হিসেবে যেসকল উল্লেখযোগ্য অনুষ্ঠানে বিশেষ ভুমিকা রেখেছে তা তুলে ধরেন।
বিশেষ অতিথি ও প্রধান অতিথি তার ভালো কাজের প্রসংশা করেন ও আগামী দিনের সফলতা কামনা করেন।
সংবর্ধনা শেষে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন সভাপতি।