রাজশাহীর বাঘায় পুকুর থেকে জুয়েল আলী (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার হরিণা গ্রামের সাহাবুদ্দিনের পুকুর থেকে বাঘা ফায়ার সার্ভিস ও পুলিশ লাশটি উদ্ধার করে।
জুয়েল আলী চারঘাটের পান্নাপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
জানা যায়, জুয়েল আলী মোটরসাইকেল নিয়ে বুধবার ভোর ৪টার দিকে তেথুলিয়া-হরিণা সড়ক দিয়ে তেথুলিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পরে রাস্তায় চলাচলকারীরা হরিণা গ্রামের সাহাবুদ্দিনের পুকুরপাড়ে তার মোটরসাইকেল পড়ে থাকতে দেখে ফায়াস সার্ভিস ও পুলিশকে খবর দেন। এর পর পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর থেকে লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে।
ঘটনায় জুয়েল আলীর সঙ্গে আরও কেউ ছিল কিনা বা পুকুরে ডুবে আছে কিনা এ বিষয়ে সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত আড়াই ঘণ্টা অভিযান পরিচালনা করা হয়। তবে পরে পুকুরে আর কিছু পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন রাজশাহীর ফায়ার সার্ভিস দলের প্রধান নুরুননবী।
স্থানীয় হরিণা গ্রামের গোলাম হোসেন জানান, ভোর ৪টার দিকে ফজরের নামাজ পড়তে উঠে তিনি দেখেন একটি মোটরসাইকেল খুব জোরে তেথুলিয়ার দিকে যাচ্ছিল। পরে জানতে পারি মোটরসাইকেলসহ একটি লাশ পাওয়া গেছে।
জুয়েলের বড় ভাই জহুরুল ইসলাম জানান, জুয়েল ভোরে বাড়ি থেকে বের হয়ে তেথুলিয়ার দিকে যাওয়ার জন্য রওনা হয়। এর আগেও এ এলাকায় জবাই করা লাশ পাওয়া গেছে। তাই তিনি ধারণা করছেন এটি হত্যাকাণ্ডও হতে পারে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তার পরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।