সু-সাহিত্যের রণাঙ্গন (সুসার)এর আয়োজনে
‘সুসার” চলমান ইভেন্ট রচনা-কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সুসার সদস্য সদ্য প্রয়াত মিসবাহুর রহমানের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরের দিকে সুনামগঞ্জের দিরাই জালালসিটি কনফারেন্স হল রুমে ক্বারী ফজলুল করীমের ক্বোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে,সুসার চেয়ারম্যান হাম্মাদ সাদীর সভাপতিত্বে, সুসার সম্পাদক হাম্মাদ বিন আব্দুল আউয়ালও নাঈম বিন আব্দুল আউয়ালের যৌথ সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, দরগাহপুর মাদ্রাসার মুহাদ্দিস মাও. ইমদাদুল হক, দিরাই জামেয়ার শিক্ষা সচিব মাও. ফখরুল ইসলাম, মাও. হেলাল উদ্দিন, সাংবাদিক মাও. আব্দুল বছির সরদার, মাও.আবু আনাস বিন ইলিয়াস, পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক এম মুস্তাহার মিয়া মুস্তাক, দিরাই সরকারি কলেজের (আইসিটি) প্রভাষক মিজানুর রহমান পারভেজ, সাংবাদিক এস এম উমেদ আলী, কাব্য কিশোর পারভেজ তালুকদার, কে এম শাহির আলম মারুফ, হাফিজ আজহারুল ইসলাম ও হাফিজ নাহিদ আহমদ প্রমুখ।