সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও সাবেক দিরাই শাল্লা সাংসদ নাছির উদ্দীন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি র সিনিয়র সহ সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবাহনী চৌধুরী। আরও বক্তব্য রাখেন হবিবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি উসমান গনী, সাধারণ সম্পাদক শৈলেন্দু কুমার দাস, যুবদল আহবায়ক গোপাল চন্দ্র দাস, উপজেলা সেচ্চাসেবক দলের আহবায়ক আব্দুল মজিদ,যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল রাজ্জাক ও মাহবুব হোসেন শিশু, ছত্রদল নেতা হাফিজুর রহমান, আলী আমজদ ও এরশাদ মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দীন চৌধুরী বলেন দেশের বর্তমান প্রেক্ষাপটে বিএনপি সমর্থিত নেতা কর্মীদের একত্রে মিলিত হয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করতে হবে। অন্যতায় দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে না এবং আগামী দিনগুলোতে দলীয় নেতা কর্মীরা দেশের সেবায় এগিয়ে আসতে হবে। তিনি আরো ও বলেন আগামী সংসদ নির্বাচনে দিরাই শাল্লার মানুষের জন্য কিছু করার লক্ষে পুনরায় বিএনপি সমর্থিত প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান সাবেক সাংসদ নাছির উদ্দীন চৌধুরী। সব শেষে দলীয় নেতাকর্মীরা ঐক্য গড়ে তুলতে হবে বলে আগামী দিনের জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করতে হবে বলে নেতাকর্মীদের প্রতি আহবান জানান ।