সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদান প্রদান করেছে দিরাই উপজেলা পরিষদ। বৃহস্পতিবার ( ২৩ সেপ্টেম্বর) স্থানীয় বাংলাবাজারে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অপ্রত্যাশিত খাত হতে ক্ষতিগ্রস্ত ১৫ ব্যবসায়ীকে ছয় হাজার টাকা করে প্রদান করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন, দিরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায় প্রমুখ।
এর আগে গত ২৪ জুলাই দিবাগত রাত সাড়ে ৮টার দিকে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ টি দোকান ঘর সম্পুর্ন পুড়ে ১৫ ব্যবসায়ীর অন্তত কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়।