সুনামগঞ্জের দিরাইয়ে প্রয়াত জায়ান চৌধুরী স্মরণে ভাটিপাড়া স্পিকার্স ক্লাবের আয়োজনে ভাটিপাড়া জমিদার পরিবারের সহযোগীতায় ৪৫ দিন ব্যাপী স্পোকেন ইংলিশ কোর্সের সমাপনী, সনদ প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কোর্স কো-অর্ডিনেটর লুৎফর রহমানের সভাপতিত্বে ও হাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো: সাজিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন মধুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর তালুকদার, ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ, ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী, সুদর্শন মাস্টার ট্রেনার মিজানুর রহমান, সহযোগী ট্রেনার আবু হানিফ চৌধুরী,দিরাই ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ইমরুল হাসান সজল, সাধারণ সম্পাদক শাখাওয়াত শহীদ,প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জামিল চৌধুরী এ কোর্সের উদ্যোক্তা ও সার্বিক সহযোগীতার জন্য ভাটিপাড়া জমিদার বাড়ীর সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।