সুনামগঞ্জের দিরাইয়ে নানার বাড়ি বেড়াতে এসে কালনী নদীতে গোসলে নেমে সুমাইয়া আক্তার (৯) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার করিমপুর ইউনিয়নের টুক দিরাই গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া আক্তার সিলেট টুকের বাজার এলাকার জাহাঙ্গীর মিয়ার মেয়ে।
জানা গেছে, গত বুধবার শিশুটি তার চাচা-চাচির সঙ্গে উপজেলার টুক দিরাই গ্রামের তার নানার বাড়িতে বেড়াতে আসে। এরই ধারাবাহিকতায় দুপুরে শিশুটি নানার বাড়ির পাশে কালীন নদীতে ছোট ছোট ছেলে-মেয়ের সাথে গোসল করতে যায়। তবে ডুব দিয়ে আর ওপরে ওঠেননি সুমাইয়া। পরে অন্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি।
সংবাদ পেয়ে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধারের দীর্ঘ চেষ্টা চালায়। তবে নদীর গভীরতা বেশি ও রাত হয়ে যাওয়ায় শিশুটিকে উদ্ধার করতে তারা ব্যর্থ হয়ে ফিরে যান।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিউটন দাস তালুকদার জানান, নিখোঁজ সুমাইয়াকে উদ্ধার করতে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। সন্ধ্যা হয়ে যাওয়ায় আজকের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। করিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।