সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে পুরোদমে।
এরই ধারাবাহিকতায় ৮ নং তোয়াকুল ইউনিয়ন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আনোয়ার হোসাইন বৃহত্তর এলাকাকে তার নিজের অনুকূলে আনার লক্ষ্যে এখন থেকে মাঠে প্রচারনায় নেমেছে। এ লক্ষে উঠান বৈঠক করেছেন প্রত্যেক গ্রামে গ্রামে। ভোটারদের মন জয় করতে দ্বারে দ্বারে ঘোরে তাদের দূর্ভোগের কথা শুনার পাশাপাশি তাদের মহামূল্যবান ভোট ও চাইছেন তিনি।
গতকাল সোমবার (১১অক্টোবর) স্থানীয় মনতলা বাজারে জাঙ্গাইল, বীরকুলি, ফুলতৈলসগাম, ঘোরামারা গ্রামের তরুণ ভোটার, প্রবীণ মুরব্বি, সুশীল সমাজের প্রতিনিধি সহ সকল স্থরের মানুষকে নিয়ে তিনি এক আলোচনা সভা করেন। এতে উপস্থিত ছিলেন-গিয়াস উদ্দিন মাস্টার, ইন্নত উল্লাহ, আব্দুল হামিদ,কালা মিয়া,জালাল উদ্দিন, মনির মিয়া সহ অত্র জাঙ্গগাইল রাজের ময়মুরুব্বিয়ান ও যুব সমাজ।
এসময় বক্তারা বলেন, পিছিয়ে পড়া তোয়াকুল ইউনিয়নের সার্বিক উন্নয়নে সাবেক সফল চেয়ারম্যান মরহুম মোঃ রহিমউদ্দিনের সুযোগ্য পুত্র আনোয়ারের বিকল্প নেই।