নিজস্ব প্রতিবেদক:- সুনামগঞ্জের দিরাই-শ্যামারচর রাস্তার রাজানগর ইউনিয়নের কালিনগর নামক এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে এক মোটর সাইকেল আরোহী অনিক রায় (১৯) নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন। অপর এক আরোহী কাজল বর্মন (১৭) আহত হয়েছে। নিহত অনিক রায় উপজেলা করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের মনিন্দ্র রায়ের ছেলে ও আহত কাজল বর্মন বিশ্বম্ভরপুর উপজেলার দূর্গাপুর গ্রামের দুলাল বর্মনের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার (১৪ অক্টোবর)বিকেল ৩ টার দিকে উপজেলার শ্যামারচর থেকে নিজ বাড়ি যাওয়ার পথে কালিনগর এলাকায় রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে এ হতাহতের ঘটনাটি ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।