সময় ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন এনিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলার ইউনিয়ন গুলােতে বইছে নির্বাচনী হাওয়া এর ধারাবাহিকতায় করিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হয়ে নির্বাচন করতে চান তরুন সমাজ সেবক আলী হােসেন তালুকদার। ইতি মধ্যে উনার সহপাঠী ও সহযােগীরা তরুণ সমজ সেবক হিসেবে উনাকে নিয়ে প্রচার প্রচারণা করতে দেখা যাচ্ছে।
সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আলী হােসেন তালুকদার বলেন, আমি সমাজের জন্য ভালাে কিছু করতে চাই,তাই আমি সব সময় আমার এলাকার যুব সমাজকে সাথে নিয়ে কাজ করতে চাই। তাই এলাকার সকল যুবসমাজ আমাকে মেম্বার হিসেবে দেখতে চাচ্ছেন, যদি আমার ওয়ার্ডের মানুষ আমাকে ভালােবাসেন এবং সকলের সমাতি থাকে তা হলে। আমি নির্বাচনের জন্য পস্তুত আছি, এর আগেও এই ওয়ার্ডে যারা নির্বাচনে বিজয়ী হয়েছেন তাঁরাও অনেক দক্ষ ও ভালাে মানুষ ছিলেন আমিও চাই সৎ ভাবে মানুষের সেবা করতে। তাই আমি আধুনিক বাস্তব সম্মত ২নং ওয়ার্ড গড়তে চাই। এই ওয়ার্ডের গরীব দুঃখী মেহনতি মানুষসহ সমাজের উন্নয়নে সর্বদা নিজেকে উৎসর্গ করে দেওয়ার লক্ষেই নির্বাচনে অংশ নেবাে।তিনি বলেন নির্বাচনে জয়ী হলে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে ২নং ওয়ার্ডটিকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তােলার চেষ্টা করবে। এছাড়াও আলী হােসেন তালুকদার বলেন, জয় পরাজয় বড় কথা নয়, মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই মৃত্যুর আগপর্যন্ত।