জীবন আগে জীবিকা নয়,সড়ক দূর্ঘটনা আর নয় এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে জাতীয় সড়ক দিবস পালিত।
শুক্রবার (২২ অক্টোবর) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গন থেকে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে র্যালী বের করে জেলা পুলিশ,এতে জেলা পুলিশের সকলস্তরের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।
এসময় মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হক ও টি এই এ্যাডমিন মোহাম্মদ উল্লাহ, টি আই বায়েজিদ,
সার্জেন্ট আরিফ,সার্জেন্ট বিশ্বজিত,সার্জেন্ট মোস্তাফিজ, সার্জেন্ট রুপন উপস্তিত ছিলেন।
পরে শহরের চৌমুহনী এলাকায় জনসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত।
এ সময় বক্তারা বলেন, অকালে তাজা প্রাণ যাতে সড়কে না ঝরে পড়ে। এ ব্যাপারে প্রশাসন, সরকারের বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন সকলের সমন্বয় জোরদার করা প্রয়োজন। সড়ক নির্মাণের সময় ট্রাফিক ব্যবস্থাপনাকে গুরুত্ব দিতে হবে এবং আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব হবে বলে দারনা করেন বক্তারা,