মুহাম্মদ মামুন স্টাফ রিপোর্টার:- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দেয়ায় কৌশিক রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আমবাড়ী বাজার এলাকার সর্বস্থরের মানুষের আয়োজনে সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলার ছাতক-দোয়ারাবাজার সড়কের আমবাড়ী বাজারে এই কয়েক ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় এসময় হিন্দু-মুসলিমসহ নানা শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা আজিজ, আমবাড়ী বাজার এলাকার আলীম মাওলানা আবুল ফজল, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ, মাও. খলিলুর রহমান, আমবাড়ী বাজার ব্যবসায়ী তাহের উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কৌশিক রায় নামের ব্যাক্তি ফেইসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেয়ায় পবিত্র ইসলাম ধর্মের মানুষের আঘাত লেগেছে। এর জন্য তদন্তের মাধ্যমে এই কৌশিক রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত শনিবার(২৩ অক্টোবর) দুপুরে কৌশিক রায় তার ব্যাক্তিগত ফেইসবুক আইডি থেকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)সহ ইসলাম ধর্মের বিরুদ্ধে নানা ধরণের কুরুচিপূর্ণ পোস্ট দেয়। এতে এলাকায় উত্তেজনা ভিরাজ করলে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনী বিকালে তাকে আটক করে পুলিশ হেফাজত নেয়া হয়।