গত কাল ২৫ অক্টোবর ২০২১ বিকাল ৫ ঘঠিকায় বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয় বোর্ড এই সিদ্বান্ত দেয়।প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এসব নির্বাচনে দলীয় চূড়ান্ত করা হয়। দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এই যৌথসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য যে ইউপি নির্বাচনে প্রার্থীতা নির্ধারণের জন্য আলোচনাপূর্বক সর্বসম্মতিক্রমে ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের আজীবন সভাপতি মরহুম আকমল আলী সিদ্দিকীর সুযোগ্য পুত্র, ভাটেরা স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠতা সভাপতি ও সাবেক ছাত্রনেতা জুবায়ের সিদ্দিকী সেলিমকে দলের একক প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। জুবায়ের সিদ্দিকী সেলিমকে যদি দলীয় মনোনয়ন নৌকা প্রতীক দেয়া হয় তবে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করবেন বলে নেতাকর্মীরা জানান। এছাড়া সদয় অবগতির জন্য উপজেলা, জেলা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি/সম্পাদক ও নির্বাচন বোর্ডকে অবহিত করার সিদ্ধান্ত গৃহিত হয়। বর্ধিত সভায় ভাটেরা আওয়ামীলীগের ৬১জন সদস্য উপস্থিত ছিলেন।