আমার রাজনীতির শুরু থেকে এ পর্যন্তই মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে সুখ দুঃখের ভাগ নিতে চেয়েছি। আমি চাই অনিয়ম দুর্নীতির উর্ধ্ব উঠে সামাজিক পরিবেশ স্থিতিশীল রাখার লক্ষে ইউনিয়ন হতে কুসংস্কার, দুর্নীতি ও বিভিন্ন সামাজিক সমস্যা নিরসন করে ন্যায় ইনসাফ ভিত্তিক বিচারিক ব্যবস্থা গড়ে তুলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে একটি শান্তিময় সুশীল সমাজ প্রতিষ্টা করতে।
আমার সততা ,শ্রম এবং ত্যাগের মাধ্যমে সারা জীবন আপনাদের বিশ্বাসে থাকতে চাই। আমি আশাবাদী ইউনিয়নবাসী দলমত নির্বিশেষ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন।
আসন্ন ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দোয়ারাবাজারের নরসিংপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান এসব কথা বলেন।
তিনি আরও বলেন,আমি একাদারে ৪ বার ইউপি সদস্য নির্বাচিত হয়ে ৪ নং ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ পেয়েছি। তাতেই আমার সেবার সমাপ্ত নয়,আমি নরসিংপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবা করতে চাই।
ফজলুর রহমান ইউনিয়নের নরসিংপুর গ্রামের মরহুম হাজী আব্দুস ছাত্তার মেম্বারে’র পুত্র। তিনি ৪নং ওয়ার্ডের ৪ বারের ( বর্তমান) নির্বাচিত মেম্বার ও সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান।