আসন্ন দোয়ারাবাজারের নরসিংপুর ইউনিয়ন ইউপি নির্বাচনে মোটরসাইকেল প্রতিকে চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিনকে চেয়ারম্যান নির্বাচিত করতে চায় পূর্বচাইরগাঁও গ্রাম তথা ১নং ওয়ার্ডবাসী। মঙ্গলবার ২ নভেম্বর পূর্বচাইরগাঁও গ্রামে এক নির্বাচনি জনসভায় এলাকাবাসী এ কথা বলেন।
এলাকাবাসী বলেন, আমরা উন্নয়নে বিশ্বাসী, আমাদের সুখে দুখে যাকে পাশে পাবো এবং অতিথে পেয়েছি আমরা তাকেই চেয়ারম্যান নির্বাচিত করতে চাই।
গ্রামবাসী আরও বলেন, নুরুল আমিন বিগত ২০২০ সালে চেলানদী ভাঙ্গনের কবল থেকে পূর্বচাইরগাঁও গ্রামকে রক্ষা করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে সরকারের বিভিন্ন দপ্তরে বেড়িবাঁধের আবেদন করেছেন। উনি নিজ উদ্যোগে জেলা পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহি প্রকৌশলীকে সরেজমিনে এনে নদীভাঙ্গন পরিদর্শন করান ও এবছরের শুরুতে চেলানদীতে একটি চক্র রাক্ষুসে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তলন করে এলাকায় ক্ষতি আশংকা দেখা দিলে নুরুল আমিন তা বন্ধে কটোর প্রদক্ষেপ নেন। তাছাড়া তিনি ১নং ওয়ার্ডবাসীকে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাই আমরা পূর্বচাইরগাঁও গ্রামবাসী মোটরসাইকেল প্রতিকে চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিনকে চেয়ারম্যান নির্বাচিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করব।