‘মুজিব বর্ষে শপথ করি দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা ১১ টার দিকে দিরাই ফায়ার সার্ভিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দিরাই ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ ইমরুল হকের সভাপতিত্বে ও বিশ্বজিৎ রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন-দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন-দিরাই থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আকরাম আলী, দিরাই ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ(ফায়ার লিডার) মাইদুল ইসলাম,প্রমুখ।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ উদ্বোধন ও আলোচনা সভা শেষে দিরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে এক যান্ত্রিক র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় র্যালিতে অংশগ্রহণ করেন ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটের সদস্যরা।