সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ফটোগ্রাফি নিয়ে কাজ করা একমাত্র সংগঠন ” সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি”র ( SAUPS) এর উদ্যোগে আয়োজন করা হয়েছে তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী-২০২১ ‘। গতবারের মতোই প্রতিযোগিতা টির এইবারের শিরোনাম “ART OF LIGHT”।
উক্ত প্রতিযোগিতার জন্য সারাদেশের দক্ষ ফটোগ্রাফার এবং উদীয়মান ফটোগ্রাফার দের কাছ থেকে ছবি জমা দেওয়ার আহবান জানিয়েছে সংগঠনটি। ছবি জমা দেওয়ার শেষ সময় আগামী ২৫ শে নভেম্বর ২০২১.
এইবারের প্রতিযোগিতায় থাকছে সর্বমোট ৪০, ০০০/- টাকার প্রাইজ মানি। প্রতিযোগিতাটি ক্যামেরা ও মোবাইল এই দুইটি ক্যাটাগরিতে ভাগ করা হয়ছে। ক্যামেরা ক্যাটাগরিতে ১ম, ২য়,৩য় স্থান অর্জনকারী যথাক্রমে ১২, ০০০/-,৮০০০/- ও ৫০০০/+ এবং মোবাইল ক্যাটাগরিতে ১ম,২য়,৩য় স্থান অর্জনকারী যথাক্রমে ৫,০০০/-,৩০০০/-,২০০০/- টাকা সহ সবাইকে ক্রেস্ট, সার্টিফিকেট,ম্যাগাজিন এবং টি শার্ট প্রদান করা হবে। এছাড়া আরো উল্লেখযোগ্য আরোও কিছু পুরষ্কার রয়েছে।
একজন ফটোগ্রাফার দুইটি ক্যাটাগরিতে ৩টি করে সর্বোচ্চ ৬ টি ছবি জমা দিতে পারবেন। দেশবরেণ্য বিচারকদের দিয়ে বাছাইকৃত ছবিগুলো নিয়ে ২ দিন ব্যাপি প্রদর্শনী করা হবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে । আগামী ডিসেম্বর ২০২১ এর দ্বিতীয় সপ্তাহে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে উক্ত প্রতিযোগিতাটির সমাপ্তি হবে।