”বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫০ তম সমবায় দিবস উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছেন শাল্লা উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়।র্যালিটি শাল্লা উপজেলা সদরের কয়েকটি রোডে প্রদক্ষিণ করেন উপজেলা পরিষদ ভবনের সামনে এসে র্যালীটি শেষ হয়।পরবর্তীতে উপজেলা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের পেছনে সমবায়ের অবদান উল্লেখযোগ্য।বক্তারা বলেন সমবায় হবে উৎপাদনমুখী সমবায়ের বিভিন্ন সমিতিকে সঙ্গে নিয়ে সবার সম্মিলিত উদ্যােগের মাধ্যমে আমাদের দেশকে এগিয়ে নিতে অনেক অবদান রাখছে সমবায় সমিতি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-মোক্তাদির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ নয়ন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ্যাডঃদিপু রঞ্জন দাস,মহিলা ভাইস-চেয়ারম্যান অমিতা রাণী দাস,এছাড়াও উপস্থিত ছিলেন শাল্লা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর কবির খান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃছাত্তার মিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম,আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড থেকে আগত সমবায় সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক ও অনেক সদস্যবৃন্দ।