সুনামগঞ্জের দিরাইয়ে এক মিনিটের ব্যবধানে করছু মিয়া নামে এক ব্যক্তিকে দুই ডোজ করোনা ভাইরাসের টিকাদানের অভিযোগ উঠেছে তিনি উপজেলার করিমপুর ইউনিয়নের নতুন কর্ণগাঁও গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে করছু মিয়া (৩৫)। মঙ্গলবার ( ৯ নভেম্বর) টিকাদান কার্যক্রম চলাকালে বেলা সাড়ে ১০ টার দিকে নতুন কর্ণগাঁও কমিউনিটি ক্লিনিকের করোনার বুথে টিকাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ভুক্তভোগী করছু মিয়া বলেন, মঙ্গলবার নতুন কর্ণগাঁও কমিউনিটি ক্লিনিকে করোনার টিকা দেওয়া হবে জানতে পেরে টিকা নিতে যাই। প্রথমে আমার টিকার কার্ডটি উনাদের কাছে দেই। উনারা আমাকে প্রথমে এক ডোজ টিকা দেন তারপর আমি কাগজ আনতে গেলে উনারা আমাকে আবার একই হাতে আরেকবার টিকা দিয়ে দেন। আমি তো আর জানিনা কয়টি টিকা দেওয়া হয়। তিনি অভিযোগ করে আরও বলেন, দুই ডোজ টিকার বিষয়টি টিকাদানকর্মীকে জানালে তিনি অস্বীকার করে আমার সাথে বাজে ব্যবহার করেন এখন আমি খুব দুঃচিন্তায় আছি।
এ বিষয়ে দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বাধীন কুমার দাস বলেন, এটা অনিচ্ছাকৃত হয়ে গেছে। আমরা ওই ব্যক্তির সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।