উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১১ নভেম্বর) দোয়ারাবাজার উপজেলার ৯ টি ইউনিয়নে ভোট শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। শীত উপেক্ষা করেই সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে বিভিন্ন জায়গায়।
দোয়ারাবাজার উপজেলার ৯টি
ইউনিয়নে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১০৮ প্রার্থী এবং সাধারণ সদস্য পদে ৩৫৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নে ৮২টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ভোটার রয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৭ জন। এরমধ্যে মহিলা ভোটার সংখ্যা ৮৩ হাজার ৫৫৬ জন, পুরুষ ভোটার ৮৫ হাজার ৫৪০ জন এবং হিজরা ভোটার রয়েছে ১ জন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সকাল আটটা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।