সুনামগঞ্জের শাল্লায় জমির পরচা জালিয়াতির দায়ে নীতিশ পুরকায়স্থ নামে দলিল লিখককে জেল হাজতে পাঠিয়েছে শাল্লা থানার পুলিশ।
মঙ্গলবার সকাল ৯ টায় সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম।
সাবরেজিস্ট্রার অফিস সুত্রে জানা যায়, সোমবার সাবরেজিস্ট্রার অফিসে দলিল রেজিস্ট্রি হয়। সেই সুবাদে হবিবপুর ইউনিয়নের হবিবপুর গ্রামের মৃত যতীন্দ্র পুরকায়স্থের ছেলে দলিল লিখক নীতিশ পুরকায়স্থ দিরাই উপজেলার জয়পুর গ্রামের চাকুয়া মৌজার একটি দলিল লিখতে গিয়ে জাল পরচা তৈরি করেন। সেই জাল পরচা তিনি নিজে তহশিল অফিসে গিয়ে কাজনার রশিদ আনতে গেলে অফিসের লোকজন থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নীতিশকে আটক করে থানায় নিয়ে জালিয়াতি মামলা রজু করে নীতিশকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম জানান, পরচা জালিয়াতির অভিযোগে নীতিশ নামে এক দলিল লিখককে আটক করা হয়েছে। এরপর মামলা দায়ের হওয়ার পর সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।