শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলয়াতনে অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শাল্লা উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করেন।
মাধ্যমিক শিক্ষা অফিসের সুপার কালিপদ দাসের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকতা আল মুক্তাদির হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-এনডিসি, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের
অতিরিক্ত সচিব শাহ্ মোহাম্মদ নাসিম।
উপজেলা পর্যায়ে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি)-২০১৯ যথাযথ বাস্তবায়ন ও অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালায় আরো বক্তব্য রাখেন- শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন ভূঁঈয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি হাবিবুর রহমান প্রমুখ।