আসছে দোয়ারাবাজার উপজেলা উপ-নির্বাচনের লক্ষে উপজেলা জাতীয় পার্টির সমাজকল্যাণ সম্পাদক আবু সালেহ আহমদ বলেন, আমার রাজনীতির শুরু থেকে এ পর্যন্তই মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে সুখ দুঃখের ভাগ নিতে চেয়েছি। আমি চাই অনিয়ম দুর্নীতির উর্ধ্ব উঠে সামাজিক পরিবেশ স্থিতিশীল রাখার লক্ষে উপজেলা হতে কুসংস্কার, দুর্নীতি ও বিভিন্ন সামাজিক সমস্যা নিরসন করে ন্যায় ইনসাফ ভিত্তিক বিচারিক ব্যবস্থা গড়ে তুলে উপজেলা পরিষদের মাধ্যমে একটি শান্তিময় সুশীল সমাজ প্রতিষ্টা করতে।
আমার সততা ,শ্রম এবং ত্যাগের মাধ্যমে সারা জীবন আপনাদের বিশ্বাসে থাকতে চাই।
তিনি আরও বলেন, আপনারা জানেন আমি বিগত ইউপি নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য বাংলাবাজার ইউপি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমি নির্বাচিত হতে পারিনি তাতে কি হয়েছে। নির্বাচন আমাকে শিখিয়েছে কিভাবে মানুষের কাছে যেতে হয়, ভালোবাসতে হয়। আমি আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব এই আদর্শকে বুকে আকড়ে ধরে আগামী উপজেলা উপ-নির্বাচনে আবারও পল্লী বন্ধু এরশাদের দেওয়া, গরীব, অসহায় ও মেহনতি মানুষের আস্তার প্রতীক লাঙ্গল প্রতীকে নির্বাচন করতে চাই। আমি আশাবাদী দোয়ারাবাজার উপজেলাকে একটি রুল মডেলে গড়ে তুলার লক্ষে উপজেলাবাসী আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন। আমি সকলের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করি।
আবু সালেহ আহমেদ দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপির লাউলিগাঁও গ্রামের মৌলভীবাড়ির মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্বুছ এর দ্বিতীয় পুত্র।