দিরাই ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ৩ দিন ব্যাপী ফুটসাল টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে।রবিবার সন্ধ্যায় নগরীর একটি ইনডোর মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এতে তাড়ল ইউনিয়নকে ৭-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে ভাটিপাড়া ইউনিয়ন।
ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে ইমরুল হাসান সজল এর সভাপতিত্বে ও শাখাওয়াত শাহীদ এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.সি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ নজরুল ইসলাম, সিলেট মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি এনামুল হক লিলু,দিরাই ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা সঞ্জয় চৌধুরী,রুবায়েল আহমেদ শাকিল,জিন্নুরাইন মেনন,তাপস সূত্রধর,হোসাইন আহমদ রুমন,এনামুল হক,দেলোয়ার রহমান মিশু,আজাদ মোবারক,শাহ আলম রনি,জেনুয়ার আহমেদ,আব্দুল কাদির প্রমুখ।
উল্লেখ্য উক্ত টুর্নামেন্টে দিরাই উপজেলার ৯টি ইউনিয়ন এবং পৌরসভা সহ মোট ১০টি দল অংশগ্রহণ করেছিল এবং টুর্নামেন্টটি পৃষ্টপোষক হিসেবে ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ শিপন মিয়া।