সুনামগঞ্জের দোয়ারাবাজারে শীতকালীন শাক-সবজির সরবরাহ বেড়েছে। ফলে দামও কমতে শুরু করেছে। তবে সব ধরনের সবজির দাম কমলেও টমেটোর দাম আগের জায়গায়।
রবিবার সরেজমিনে উপজেলার বিভিন্ন সবজি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে শীতের শাক-সবজি চলে আসায় সবজির দাম নাগালের মধ্যেই রয়েছে। নগরের বাজারগুলোতে মূলাশাক, লাউশাক, লালশাক, শসা, লাউ, ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, মূলাসহ আরও বিভিন্ন ধরনের সবজি উঠেছে।
প্রতি কেজি লাল শিম বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা দরে। আর সবুজ শিম বিক্রি হচ্ছে ৩০ টাকায়,যা গত সপ্তাহে ছিলো ৫০ টাকা। টমোটো গত সপ্তাহে ১৪০ টাকায় বিক্রি হলেও রবিবারও ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া বাঁধাকপির কেজি ৪০টাকা, ফুলকপি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা,গত সপ্তাহে ছিলো ৬০ টাকা এবং মূলা ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে । আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫ টাকা,গত সপ্তাহে ছিলো ২৬ টাকা। বরবটি প্রতি কেজি ৩০ টাকা। কালা বেগুন প্রতি কেজি ৫০ টাকা, গত সপ্তাহে ছিলো ৬০ টাকা। কাঁচামরিচ ১০০ টাকা। ধনিয়াপাতা প্রতি কেজি ১০০ টাকা। গত সপ্তাহে ছিলো ১২০ টাকা। শষা প্রতি কেজি ২৫ টাকা, গত সপ্তাহে ছিলো ২০ টাকা।
মাঝারি আকারের প্রতিটি লাউ ৩০-৪০ টাকা এবং লালশাক, মূলাশাক, লাউশাক আটি প্রতি ৪-৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
পাশাপাশি গাজর প্রতি কেজি ১০০ টাকা বিক্রি হচ্ছে, গত সপ্তাহে ছিলো ১৬০ টাকা।
উপজেলার নরসিংপুর বাজারের সবজি বিক্রেতা আছকির মিয়া বলেন, বাজারে শীতের সবজির সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। নতুন সবজিগুলোর প্রতি ক্রেতাদেরও চাহিদা বেশি। তাই বিক্রি ভালোই হচ্ছে।
তবে আগামী সপ্তাহের দিকে সবজি বাজারের দাম আরও নিচে নামতে পারে বলে তিনি জানান।
বাজার করতে আসা স্কুল শিক্ষক বাবুল মিয়া বলেন, শীতের শাক-সবজি বাজারে উঠায় দাম নাগালের মধ্যেই রয়েছে।