সুনামগঞ্জের শাল্লা থানার আয়োজনে থানা চত্বর প্রাঙ্গণে আইন শৃঙ্খলা সুন্দর এবং সুষ্ঠ ভাবে পরিচালনার লক্ষ্যে ৩০ নভেম্বর মঙ্গলবার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শাল্লা থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে, এস আই মোঃ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাস, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল।
সম্মানিত অতিথিগণ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে অনুষ্ঠানে উপস্থিত সম্ভাব্য চেয়ারম্যান – মেম্বার প্রর্থীগণের উদ্দেশ্য বলেন আমাদের শাল্লায় অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, আপনারা আমাদের কে সহযোগিতা করবেন, কোন ব্যক্তি যদি আইন শৃঙ্খলার অবনতি করে তাকে ছাড় দেয়া হবে না।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সমম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীগণ নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য উন্মুক্ত আলোচনা পর্বে তুলে ধরেন।