সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (০৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে চাইলে খামারখালী ব্রিজের পাশে পুলিশ বাঁধা পরে। সেখানেই প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদলের নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সদস্য সচিব তারেক মিয়ার পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ এলাহী রনি, সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, উপস্থিত ছিলেন জেলা যুগ্ম আহ্বায়ক মুমিত ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান,যুগ্ম আহ্বায়ক ইজাজুল হক নাসিম,জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দিরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানভীর চৌধুরী,সুনামগঞ্জ জেলা ছাত্রদল নেতৃবৃন্দ ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আওতাধীন স্ব স্ব ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ।