সোহেল মিয়া,দোয়ারাবাজার( সুনামগঞ্জ)
সুনামগঞ্জের দোয়ারাবাজারে গরু চুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় আতষ্ক জনমনে। উপজেলার নরসিংপুর ইউনিয়নে দালান কোঠা ভেঙ্গে গরু চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে ২ টায় ইউনিয়নের নেতরছৈই গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, নেতরছৈই গ্রামের
হাজী মারফত আলীর ছেলে বদরুল আমিনের বাড়িতে পুরুষ মানুষ না থাকায় মহিলারাই এইসব দেখাশুনা করে আসছিলেন। শুক্রবার রাতে ২ টার সময় মহিলারা ঘুমন্ত থাকার সুযোগে বসতঘরের দালান কোঠার দরজা ভেঙ্গে ৩ টি গরু নিয়ে যায়।
এভাবে গরু চুরির এই ঘটনায় আতষ্ক জনমনে। স্থানীয়রা বলেন, গরু চুরি রোধে পুলিশের সর্তক ভূমিকা পালন করতে হবে।
এব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি দেবদুলাল ধর জানান, গরু চুরির বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।