সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা নদী হতে ড্রেজার পদ্ধতিতে অবৈধ বালু উত্তলনের দায়ে ১৮ জনকে আটক করে জেলে দেওয়া হয়েছে।
রবিবার (১২ ডিসেম্বর) উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ফয়সাল আহমদ ও দোয়ারাবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, দোয়ারাবাজার উপজেলার জুগিরগাঁও গ্রামের দিলু মিয়া’র পুত্র মোঃ দুলাল (২১), সুনামগঞ্জ সদর উপজেলার সরগর গ্রামের সুরুজ আলী’র পুত্র বাবুল মিয়া (২৫), অছিন্তপুর গ্রামের নাছির উদ্দিনের পুত্র মিজানুর রহমান(৩০), মোরম আলী’র পুত্র আজমল হোসেন (২২), জামালগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের বছির মিয়ার পুত্র সাহিন আলম (২৫), বেতাআলীপুর গ্রামের কাজিম উদ্দিন এর পুত্র আতিকুর রহমান (২৪), আলী নেওয়াজ এর পুত্র সুলতান মিয়া (২২), নুরুল ইসলামের পুত্র জিয়াউল হক(২১),
ইসলামপুর গ্রামের ইনফর আলীর পুত্র আসাদুল ইসলাম (২০), জমির আলীর পুত্র জাহিদুল ইসলাম (২৮), মসলিমপুর গ্রামের নবি হোসেনের পুত্র কাউসার মিয়া (২১)।
বিশম্ভপুর উপজেলার বাদেরটেক মনিপুরহাতির বাবুল মিয়ার পুত্র আতিকুর রহমান(২১),রেজাউল মিয়া’র পুত্র শাহিন আলম (২৬), আব্দুল হামিদের পুত্র শাহআলম (২৪), মৃত আব্দুল হামিদের পুত্র আব্দুল রহমান (২০), ধর্মপাশা উপজেলার কাজিরগাঁও গ্রামের আবুল হোসেনের পুত্র জমির হোসেন (৩২), মোন্দীপুরের কুদ্দুস মিয়ার পুত্র নাজিম উদ্দিন (২৮), বিনোটপুর গ্রামের খাসর আলী পুত্র জাহাঙ্গীর আলীম (২১) কে আটক করেন।
তাছাড়াও বালিউত্তলনে ব্যাবহিত ইঞ্জিন চালিত ৪ টি ইষ্টিল নৌকা আটক করা হয়।
দোয়ারাবাজার উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ফয়সাল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।