দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর নূরানী একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল ও শিশু শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আলীপুর নূরানী একাডেমি প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিশু শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠানে একাডেমির পরিচালক মন্ডলীর সদস্য মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় ও আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সুরমা ইউনিয়ন পরিষদের ০৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ, আলীপুর নূরানী একাডেমির সভাপতি আমির হোসেন, আলীপুর জামে মসজিদের ইমাম মাওলানা মনোয়ার হোসেন, অভিভাবক নজরুল ইসলাম, আল ইসলাম, মাওলানা ফরিদ আহমেদ, মাওলানা বদিউজ্জামান মুরাদ, একাডেমির পরিচালক মন্ডলীর সদস্য শহীদুল ইসলাম, বাহার উদ্দিন, নজরুল ইসলাম, মাসুদ রানা,আল ইসলাম প্রমুখ। বক্তব্যে বক্তারা ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিশুদের নুরানী শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।