সোহেল মিয়া,দোয়ারাবাজার( সুনামগঞ্জ)
আসছে ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করতে চান যুবলীগ নেতা ও জেলা আইনজীবী সমিতির এপিপি অ্যাডভোকেট সাইদুর রহমান।
আজ শনিবার(২৫ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামীলীগের ধানমন্ডির কার্যালয়ে নৌকা প্রতীকে মনোনয়ন পত্র জমা দেন তিনি।
এসময় অ্যাডভোকেট সাইদুর রহমান বলেন, আমি ছাত্রজীবন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের আদর্শকে বুকে লালন করে আসছি। বর্তমানে পেশাগত জীবনে ও আওয়ামীলীগের আদর্শকে দারন করে দলের জন্য কাজ করে যাচ্ছি।
দলের কঠিন অবস্থাতে ও আমি পিছু পা হয়নি। গ্রাম থেকে শহর পর্যন্ত সংগঠনের জন্য কাজ করে যাচ্ছি। আমি আওয়ামী পরিবারের সন্তান। যতদিন বাঁচব আওয়ামী সংগঠনের জন্য কাজ করে যাবো।
নৌকা প্রতীকে মনোনয়ন সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ এমন একটি সংগঠন, যে সংগঠন মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী। দেশ ও জাতীর সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর। দল যদি সঠিক ও স্বচ্ছ কর্মীকে বাচাঁই করে মনোনয়ন দেন তাহলে নৌকা প্রতীকে মনোনয়ন পাবেন তিনি।
জেলা জজ কোটের (এপিপি) যুবলীগ নেতা অ্যাডভোকেট সাইদুর রহমান তালুকদার ।
বর্তমানে সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর যুগ্ন সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাছাড়া, সুনামগঞ্জ জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারন সম্পাদক, দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক আহ্বায়ক, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির দায়িত্ব সহ রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে দেশ ও জাতীর কল্যাণে কাজ করে গেছেন।
আগামী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলাবাসীর দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশী তিনি।