নন্দিত ছড়াকার ও কবি পারভেজ হুসেন তালুকদারের ছড়াগ্রন্থ ছড়ার ঝলক অমর একুশে গ্রন্থমেলা ২০২২ কে লক্ষ্য করে প্রকাশ হয়েছে কবিনগর বার্তা প্রকাশনী থেকে। শিশু কিশোর উপযোগী ছড়ার বইটি ছন্দের যাদুমাখা মানসম্পন্ন ছড়া দিয়ে পূর্ণতা লাভ করেছে। পারভেজ হুসেন তালুকদারের জন্ম ২০০৫ সালের ২৩ শে আগস্ট, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জটিচর গ্রামের এক সম্ভ্রন্ত মুসলিম পরিবারে বাবা মোঃ আবুল কাশেম তালুকদার ও মাতা সুলতানা পারভীনের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন তিনি। লেখাপড়ায় জে.এস.সি পাশ করেছেন ২০১৯ সালে, বর্তমানে তিনি এস.এস.সি ২০২২ এর পরিক্ষার্থী। এর আগে তিনি নিজের দুটি ই-বই প্রকাশ করেছেন বইটই অ্যাপ এ।