কাব্য কিশোর ও হাওর অঞ্চলের সুলতান ছড়াকার খ্যাত ছড়াকার ও কবি পারভেজ হুসেন তালুকদারকে তারুণ্যের অহংকার পারভেজ হুসেন তালুকদার নামে আখ্যায়িত করা হয়েছে। শিল্প ও সাহিত্য বিষয়ক মাসিক আলোর মিছিল ম্যাগাজিনের ডিসেম্বর ২০২১ সংখ্যার নির্বাচিত ফিচার বিভাগে তাকে তারুণ্যের অহংকার নামে আখ্যায়িত করা হয়। ফিচারটি লিখেন সুনামগঞ্জ জেলার অন্যতম কলামিস্ট ও প্রাবন্ধিক আসাদ বিন সফিক। তিনি বলেন ‘ পারভেজ খুব ভালো লেখে, এই অল্প বয়সেই তাঁর প্রতিভার যতটুকু আমাদের কাছে প্রকাশ পেয়েছে তা অনন্য। তাঁর লেখাগুলো পড়লে মনে হয় যেনো কোনো বিখ্যাত লেখকের লেখা পড়ছি। সে এই অল্প বয়সেই যেমন দেশের প্রায় সব শীর্ষ পত্রিকায় লিখছে ঠিক তেমনি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও পরিচিত। সে গুগল নলেজ প্যানেলভুক্তও হয়েছে। তাঁর এতো সব অর্জন দেখে সত্যিই বলা যায়, সে তাঁর চর্চা ও প্রচেষ্টার বিরতি না করলে একদিন আমাদের গর্বিত করবে। ‘ পারভেজ হুসেন তালুকদার একাধারে ছড়াকার, কবি ও শিশুসাহিত্যিক। ২০০৫ সালের ২৩শে আগস্ট সুনামগঞ্জের দিরাই উপজেলার জটিচর গ্রামে তাঁর জন্ম। পিতা আবুল কাশেম তালুকদার ও মাতা সুলতানা পারভীন। প্রকাশিত বই: ছড়ার ঝলক ( ছড়াগ্রন্থ ) , মজার পড়া ছন্দ ছড়া ( ই-ছড়াগ্রন্থ, বইটই ) এবং চাওয়া না চাওয়া ( ই-উপন্যাস, বইটই )।
আনিছুল ইসলাম বিপ্লব
সম্পাদক
মাসিক আলোর মিছিল