সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ইসলামপুরে এতিম পরিবারকে প্রায় সাড়ে ৪ লাখ টাকা ব্যয়ে পাকা ঘর নির্মাণ করে দিয়েছে সমাজ সেবা মূলক সামাজিক সংগঠন ‘দিরাই থানা পাবিলক গ্রুপ’।
শনিবার বেলা দুটায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে নবনির্মিত পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয় ওই পরিবারকে। এসময় দিরাই থানা পাবিলক গ্রুপের উপদেষ্টা মুসলেহ উদ্দিন চৌধুরী মিলন বলেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই সংগঠনের মাধ্যমে বিভিন্নভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি আগামীতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
জানা যায়, গত বছরের মাঝামাঝি সময়ে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের আবুল হোসেন ও তার স্ত্রী দুই মাসের ব্যাবধানে মারা যান। তাদের সংসারে ছিল আট সন্তান যার সবাই অপ্রাপ্ত। আয় রোজগার করার মতো কেউ নেই। এমতাবস্থায় তাদের মাথাগোঁজার একমাত্র বাসস্থানও থাকার অনুপযোগী হয়ে। স্থানীয় এক সাংবাদিক এই পরিবারটির দূরাবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলে ধরেন এবং বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করেন। এবং দিরাই থানা পাবিলক গ্রুপ উপদেষ্টা ইমদাদুল হক লাভলুর দৃষ্টিগোচর হয়। পরে ওই গ্রামে যান ‘দিরাই থানা পাবিলক গ্রুপ’ এর প্রতিনিধি দল। এবং তাদেরকে আস্ত করেন পাকা ঘর নির্মাণ করে দেওয়ার।
এসময় উপস্থিত ছিলেন, রফিনগর ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার দাস, সাংবাদিক সৈদুর রহমান, সমাজ কর্মী কোহিনুর মিয়া, রফিকুল হক টিপু, মাওলানা জাবির আহমদ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা জাকির আল হাসান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম টিপু, অর্থ সম্পাদক হাঃ শাব্বির আহমদ, সহ-অর্থ সম্পাদক হাফিজ লোকমান আহমেদ, ক্রীড়া সম্পাদক শাফিউল করিম, সহ-সাংস্কৃতিক সম্পাদক আমজাদ সরদার, পরিবেশ সম্পাদক লিমন আহমেদ, সহ পরিবেশ সম্পাদক সায়েম, সহ-সমাজ কল্যাণ সম্পাদক ইজাজুর রহমান প্রমুখ।