দিরাই রিপোর্টার্স ইউনিটির সাথে মতবিনিময় করেছেন গণতন্ত্রী পার্টির নেতারা। বুধবার বিকেলে দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতির অফিসে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে গণতন্ত্রী পার্টির দিরাই উপজেলা সভাপতি ডাঃ অলি আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির নেতা, যুক্তরাজ্য প্রবাসী শামসুজ্জামান ঝুনু।
মতবিনিময়ে দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার, সহসভাপতি রুকনুজ্জামান জহুরী, জীবন সূত্রধর, সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, সহ সাধারণ সম্পাদক আক্তার সাদিক, মুহিবুর রহমান সহ গণতান্ত্রিক পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময়ে রাজনীতি ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।