সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণ হওয়ায় এ উপলক্ষে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কেটে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়াল ভাবে) বক্তব্য রাখেন দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ডঃ জয়া সেন গুপ্তা।
তিনি শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন ৩১ শয্যা থেকে ৫০শয্যায় উন্নীতকরণ হয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভূইঁসী প্রশংসা করেন।
সেই সাথে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত
কর্মকর্তা ও কর্মচারীদের হাওর অঞ্চল হিসেবে পরিচিত শাল্লা বাসীদের আন্তরিকতার সাথে সেবা প্রদান করতে আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল ভাবে অংশগ্রহণ করেন সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ আহম্মদ হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ, শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দূস সাত্তার মিয়া, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু বক্তব্য রাখেন।
এছাড়া সভায় শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শাল্লা উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়া কর্মী ও এলাকার প্রমূখ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান সহকারী কাম হিসাব রক্ষক নিশি কান্ত তালুকদার।