সুনামগঞ্জের দিরাইয়ে ভাঠি বাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ভাঠি বাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি আবদাল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুজ্জামান লিকছনের পরিচালনায় শুক্রবার দুপুর ২টায় দিরাই বাজারের আব্দুস সাত্তার ম্যানশনে ভাঠি বাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে শিল্পপতি কামরুজ্জামান সোহাগের সার্বিক সহযোগিতায় ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ইকবাল হোসেন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন-ভাঠি বাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সিনিয়র সহ সভাপতি কাউন্সিলর আবুল কাসেম, সহ সভাপতি আবুল বশর, কোষাধ্যক্ষ অ্যাড ইফতেখার আলম চৌধুরী, সাহেল চৌধুরী, আলী হোসেন তালুকদার, বাউলিয়ানা ফয়ছল, প্রমুখ।
পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও ভাঠি বাংলার নেতৃবৃন্দ অসহায় মানুষের হাতে এসব ঈদ সামগ্রী তুলে দেন।