দিরাই উপজেলার ঐতিহ্যবাহী ব্রজেন্দ্রগঞ্জ রাম চন্দ্র উচ্চ বিদ্যালয়ে গত ১৮ তারিখে অনুষ্ঠিত হয় অভিভাবক সদস্য নির্বাচন। নির্বাচিত সদস্য কবির আহমদের প্রস্তাবে ও অন্যান্য সদস্যের সমর্থনে সভাপতি পদে মনোনীত হলেন শ্যামারচর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ আজিজুল হক।নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্বে থাকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কামরুল ইসলামের স্বাক্ষরে সভাপতি মনোনীত হন।
আজিজুল হক স্কুলের একজন দাতা সদস্য। স্কুল পরিচালনা কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন তাজুল ইসলাম,কবির আহমদ,বিল্লাল হোসেন,চন্দন কুমার তালুকদার, শিক্ষক প্রতিনিধি আবু মুসা,নিউটন সামন্ত ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি দিতি সরকার।
এবিষয়ে ব্রজেন্দ্রগঞ্জ রাম চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন বলেন আগামী দুই বছরের জন্য কমিটির অনুমোদন দেয়া হয়েছে।উনাদের সাথে নিয়ে এলাকাবাসীর সব ধরণের সহযোগিতায় বিদ্যালয় অনেক দূর এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা।