জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছে সুনামগঞ্জের দিরাই উপজেলার ব্রজেন্দ্রগঞ্জ রাম চন্দ্র উচ্চ বিদ্যালয়।উপজেলা মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন ক্যাটাগরিতে স্ব স্ব অবদানের স্বীকৃতি স্বরূপ নীতিমালার আলোকে উপজেলা নির্বাহী অফিসারকে আহ্বায়ক করে গঠিত ৬ সদস্য বিশিষ্ট কমিটি যাচাই বাছাইয়ের পরে এ মূল্যায়ন করে থাকেন বলে জানা যায়।
এবিষয়ে প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন জানান, প্রতিষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরিতে ১০০ নম্বরের মধ্যে ৯২ নম্বর পেয়ে শ্রেষ্ঠ হয়েছে আমাদের স্কুল।এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থী সবাই আনন্দিত। আমাদের এ বিজয় অব্যাহত থাকুক সবার কাছে দোয়া চাই।