সুনামগঞ্জের দিরাইয়ে বেকার যুবদের মোবাইল সার্ভিসিং ও পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। দিরাই উপজেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শনিবার (২৮ মে) বিকেলে নতুন কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
দিরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা,করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, এসময় স্বাগত বক্তব্য রাখেন- নতুন কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রানী দাস, নতুন কর্ণগাঁও সূর্য মুখি যুব সংঘের সভাপতি ছদরুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আলী হোসেন তালুকদার প্রমুখ।