সুনামগঞ্জর শাল্লা উপজেলা হাসপাতালে প্রধানমন্ত্রীর উপহার ৬০ লক্ষ টাকার মুল্যের পানিতে ভাসমান নৌ এ্যাম্বুলেন্সটি অবশেষে উদ্ধার হয়েছে । এ নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় লেখা লিখির এক পর্যায়ে সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ আহমেদ হোসেন এর দিক নির্দেশনায় ইউএইচও ডাঃ সেলিনা জাহান এর প্রচেষ্টায় উপজেলা প্রসাশনের সার্বিক সহযোগিতায় ৫ জুন উদ্ধার করা হলো নৌ এ্যম্বুলেন্সটি। এত গুরুত্বপূর্ণ এ্যম্বুলেন্সটি উদ্ধার হলেও বীকল হয়ে পড়ে রয়েছে হাসপাতালের পাশে।
হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে, তাঁরা জানান নৌ এ্যম্বুলেন্সটি পানিতে ডুবে যাওয়ার কারণে এখন সেটি বিকল, তবে স্বচল করার জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানান ইউএইচও ডাঃ সেলিনা জাহান। উপজেলাবাসীর দাবী রোগীদের সেবা নিশ্চিত করার লক্ষে জরুরি বিত্তিতে নৌ এম্বুলেন্সটি স্বচল করতে উদ্যোগী হবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।