সুনামগঞ্জের শাল্লায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজন-এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ(আল-আমিন), ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, অধ্যাপক তরুণ কান্তি দাস, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকার প্রমুখ।
পরে কর্মশালার উদ্দেশ্যে স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়ন কর্মশালার প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে উদ্যোগসমূহের অধিকতর উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ প্রণয়ন করা হয়। সুপারিশগুলো হলো-
১/ কমিউনিটি ক্লিনিক ও শিশু নিরাপত্তা।
২/ সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও নারীর ক্ষমতায়ন।
৩/ সবার জন্য বিদ্যুৎ ও বিনিয়োগ বিকাশ ৪/ ডিজিটাল বাংলাদেশ ও শিক্ষা সহায়তা
৫/ আশ্রয়ণ ও পরিবেশ রক্ষা এবং
৬/ পল্লী সঞ্চয় ব্যাংক। দিনব্যাপী কর্মশালায় সমাজের নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।