যেতে নাহি দেব হায়,তবু যেতে দিতে হয় এই স্লোগানকে সামনে রেখে মাধ্যমিক পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ব্রজেন্দ্রগঞ্জ রাম চন্দ্র উচ্চ বিদ্যালয়ে।
(১৬ জুন) বৃহস্পতিবার দুপুর ২টায় শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সমীর মোহন দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ মুলক বক্তব্য রাখেন ব্রজেন্দ্রগঞ্জ রাম চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন। অন্যানের মাঝে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অর্থ উপ কমিটির পরিচালক ডাক্তার কবির আহমদ, অভিভাবক সদস্য তাজুল ইসলাম,বিল্লাল হোসাইন,চন্দন কুমার তালুকদার, শিক্ষক অসিত বরণ চৌধুরী,সুরমা আক্তার,মোজাম্মেল হক প্রমূখ।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বিভিন্ন পরামর্শ মুলক বক্তব্য রাখেন এবং বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রুহুল আমীন মোনাজাত পরিচালনা করেন।